পূর্ব বর্ধমানের তালিতে রেলগেটে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান। —নিজস্ব চিত্র।
পিকআপ ভ্যানের ধাক্কায় ভাঙল লেভেল ক্রসিং গেট। যার জেরে সোমবার সকালে বিশৃঙ্খলার সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের তালিতে। বর্ধমান-আসানসোলের মধ্যে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। শুধু তা-ই নয়, দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সিউড়ি রোড। ফলে সপ্তাহের প্রথম দিন নাকাল হন যাত্রীরা।
ঘটনাটি ঘটেছে, বর্ধমান-আসানসোল রেলপথের তালিতে। রেলপথে বর্ধমানের পরের স্টেশনই তালিত। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান গুসকরা থেকে সিউড়ি রোড হয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। তালিতে রেলের লেভেল ক্রসিংয়ে বিপত্তি ঘটে। লেভেল ক্রসিং বন্ধ হওয়ার মুখে ভ্যানটি তাড়াতাড়ি পার হতে যায়। কিন্তু তা সম্ভব হয়নি। ধাক্কা মারে সোজা গেটে। যার ফলে গেটের একটি অংশ ভেঙে যায়। উল্টে পড়ে ভ্যানটিও। দুর্ঘটনার জেরে দু’পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সিউড়ি রোডে আটকে পড়ে যাত্রীবোঝাই বাসগুলি। ফলে দুর্ভোগ বাড়ে যাত্রীদের। পাশাপাশি, হাওড়া-আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আটকে পড়া ট্রেনগুলির মধ্যে আছে আপ হাওড়া-ভাগলপুর বন্দেভারত, ডাউন নিউদিল্লি-শিয়ালদহ রাজধানী, আপ শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শুধু তা-ই নয়, বেশ কিছু লোকাল ট্রেনও আটকে পড়ে। রেলপথ এবং সড়কপথ সাময়িক ভাবে স্তব্ধ হয়ে যায়। ফলে হয়রানির শিকার হন যাত্রীরা। রাজু দত্ত নামে এক যাত্রীর কথায়, ‘‘সিউড়ি রোড পুরো বন্ধ। হেঁটে যাওয়ার চেষ্টা করছেন অনেক যাত্রীই। কেউ কেউ টোটো ধরছেন।’’ শুভ মুখোপাধ্যায় নামে আর এক যাত্রী জানান, এই গেটে যানজট নিত্য যন্ত্রণার কারণ। কবে এই দুর্ভোগের অবসান হবে জানা নেই। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল শুরু হয়। তবে গেট মেরামতির কাজ পুরোপুরি না হওয়ায় ওই অংশে খুব ধীরে ট্রেন চলাচল করছে। সড়কপথে যানজট অব্যাহত।