Burdwan

রাম মন্দিরের জন্য বর্ধমানে অর্থ সংগ্রহ শুরু

শুক্রবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ অভিযানে নামে এই সংগঠন। পুজো দেওয়ার পর এক আলোচনা সভাও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২১:২০
Share:

রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ অভিযান। নিজস্ব চিত্র।

অযোধ্যায় রামমন্দির নির্মাণের লক্ষ্যে এবার বর্ধমানে অর্থসংগ্রহ শুরু করল বিশ্ব হিন্দু পরিষদের শাখা ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অভিযান গোষ্ঠী’। শুক্রবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ অভিযানে নামে এই সংগঠন। পুজো দেওয়ার পর এক আলোচনা সভাও হয়।

Advertisement

সংগঠনের পক্ষে তিতাস চৌধুরীর দাবি, ৫০০ বছর ধরে শ্রীরাম জন্মভূমি নিয়ে বিতর্ক ছিল। এতদিন পর মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে রাম মন্দির তৈরি হচ্ছে। আর রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এর জন্য গোটা দেশ জুড়ে অর্থ সংগ্রহ করবে। তাঁর দাবি, শিল্পপতিদের বললে তাঁরাই তৈরি করে দিতে পারতেন রাম মন্দির। কিন্তু সেটা রাম মন্দির না হয়ে শিল্প মন্দিরে পরিণত হত। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে অর্থ সাহায্য চাওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement