Gardening

Gardening: মোবাইলের এক ক্লিকে গাছে জল, সিসি ক্যামেরায় নজরদারি, ছাদে বাগান গড়েছেন বর্ধমানের সনৎ

সবুজের প্রতি ভালবাসা যাঁরা বাঁচিয়ে রেখেছেন তাঁদের মধ্যে সনৎ এক জন। পেশায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শাখার আধিকারিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৭:৫৫
Share:

বাগানে নজরদারি চালাচ্ছেন সনৎ সিংহ। নিজস্ব চিত্র

ছাদে ওয়াই-ফাই নিয়ন্ত্রিত ‘স্মার্ট’ বাগান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বর্ধমানের সনৎ সিংহ। বর্ধমানের ঝাপানতলার বাড়ির ছাদে মরশুমি ফুল এবং সব্জির চাষ করেছেন সনৎ।
শহরের বুকে সবুজের প্রতি ভালবাসা যাঁরা বাঁচিয়ে রেখেছেন, তাঁদের মধ্যে সনৎ এক জন। পেশায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শাখার আধিকারিক তিনি। নিজের বাড়ির ছাদ, সিঁড়ির ল্যান্ডিংয়ে তিনি তৈরি করেছেন বাগান। সেখানে চাষ হচ্ছে উচ্ছে, বেগুন, পটল, মুলো-সহ নানা রকমের সব্জি এবং মরশুমি ফুলের।

Advertisement

সনৎ বলছেন, ‘‘এ বার কম করে ২০ কিলোগ্রাম আদা, ৩০ কিলোগ্রাম শিম এবং প্রচুর আলু হয়েছে। এর স্বাদও আলাদা। নিজে তো খেয়েইছি, পাশাপাশি পাড়া-প্রতিবেশীদেরও বিলিয়েছি।’’

ওয়াই-ফাইয়ের মাধ্যমে মোবাইল ক্লিক করেই গাছে জল দেন সনৎ। নজর রাখার জন্য রয়েছে সিসি ক্যামেরা। তবে বাগানে কোনও রাসায়নিক সার ব্যবহার করেন না তিনি। জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করেই ভিন্ন রকমের বাগানচর্চা শুরু করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement