arrest

ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে দুর্গাপুরে ধৃত কলকাতার যুবক

গাড়িতে বড় বড় অক্ষরে লেখা, ‘ন্যাশনাল এন্টি ক্রাইম, এসএইচআর, চেয়ারম্যান অন ডিউটি’। তা নিয়ে সন্দেহ হয়েছিল পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৯:৫৯
Share:

ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। নিজস্ব চিত্র

ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে এ বার কলকাতার এক যুবককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম ইন্দ্রজিৎ সরকার ওরফে গৌতম। তিনি কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement

গাড়িতে বড় বড় অক্ষরে লেখা, ‘ন্যাশনাল এন্টি ক্রাইম, এসএইচআর, চেয়ারম্যান অন ডিউটি’। তা নিয়ে সন্দেহ হয়েছিল পুলিশের। গত কয়েক দিন ধরেই নিউ টাউনশিপ থানার অন্তর্গত আরা এলাকায় ভাড়া ছিলেন ইন্দ্রজিৎ। শনিবার শহরের সিটি সেন্টার এলাকা থেকে তাঁকে গাড়ি-সহ আটক করে পুলিশ। সন্তোষজনক তথ্য এবং প্রমাণ না দিতে পারায় তাঁকে গ্রেফতার করা হয়।

ইন্দ্রজিৎ কী উদ্দেশ্যে ‘ন্যাশনাল এন্টি ক্রাইম’ কথাটি গাড়িতে লিখে ঘুরছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। যদিও ধৃত তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement