Suicide

চাষে পর পর ক্ষতি, ‘ঋণের দায়ে’ বিষ খেয়ে আত্মঘাতী কৃষক

শুক্রবার সকালের দিকে বাজারে গিয়েছিলেন তাপস। বিকেল তিনটে নাগাদ বাড়ি ফিরে নিজেই বিষ খাওয়ার কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৯:৫৭
Share:

তাপস ভট্টাচার্য নিজস্ব চিত্র।

বিষ খেয়ে করে আত্মঘাতী হলেন এক কৃষক। মৃতের নাম তাপস ভট্টাচার্য (৫৭)। পূর্ব বর্ধমানের ভাতারের বাসুদা গ্রামের ঘটনা। চাষে ক্ষতি ও ঋণের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের।

Advertisement

প্রায় ১২ বিঘা জমি রয়েছে তাপসের। তাঁর দুই ছেলে অঙ্কুর ও ইন্দ্রজিৎ বেসরকারি সংস্থায় কাজ করতেন। লকডাউনের কারণে তাঁদের চাকরি চলে যায়। বছরখানেক ধরে দু’জনেই বাড়িতে রয়েছেন। শুক্রবার সকালে বাজারে গিয়েছিলেন তাপস। বিকেল তিনটে নাগাদ বাড়ি ফিরে নিজেই জানান যে, তিনি বিষ খেয়েছেন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃতের ভাই প্রসাদ ভট্টাচার্য বলেন, ‘‘চাষে পর পর ক্ষতি ও বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল দাদার। ঋণ পরিশোধ কী ভাবে হবে সেই চিন্তা ও হতাশা থেকেই দাদা আত্মঘাতী হয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement