Firhad Hakim

Firhad Hakim: তেলের দাম বাড়লেও কেন বাস ভাড়া বৃদ্ধি নয়, ‘ব্যাখ্যা’ দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ

বাস মালিকরা যদি বিকল্প কোনও প্রস্তাব রাজ্য সরকারকে দেন, তা হলে তা বিবেচনা করা যেতে পারে বলে আশ্বাস দিয়েছেন ফিরহাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৯:১৬
Share:
বেসরকারি বাস মালিকদের ভাড়া বাড়ানোর দাবি কেন মানা সম্ভব নয়। বোঝালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

বেসরকারি বাস মালিকদের ভাড়া বাড়ানোর দাবি কেন মানা সম্ভব নয়। বোঝালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র।

তেলের দাম বা়ড়লেও কেন বাস ভাড়া বৃদ্ধি নয়, তার ব্যাখ্যা দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার বাসভাড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ডিজেল ও পেট্রোলের দাম যে ভাবে বাড়ছে তাতে আমরা বাস মালিকদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছি। আমরা জানি, ডিজেল ও পেট্রোলের দাম বৃদ্ধির ফলে বাস চালানোর খরচ বেড়ে গিয়েছে। কিন্তু মোদী সরকারের কৃপায় ভারতবর্ষ তথা বাংলার মানুষের রোজগার কমে গিয়েছে। লকডাউনের ফলে মানুষের রোজগার কমে গিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এই সময়ে মানুষের ক্রয়ক্ষমতা কমে গিয়েছে। বাস ভাড়া বাড়লে, তা দেওয়ার ক্ষমতা নেই। তাই বাস ভাড়া না বাড়ানোর আবেদন করছি।’’

Advertisement

বাস মালিকরা যদি বিকল্প কোনও প্রস্তাব রাজ্য সরকারকে দেন, তা হলে তা বিবেচনা করা যেতে পারে আশ্বাস দিয়েছেন ফিরহাদ। গত কয়েক দিন ধরে বাস মালিকরাও দফায় দফায় বৈঠক করেছেন। বৈঠক করে তাঁরা রাজ্য সরকারের কাছে লিখিত আকারে বিকল্প প্রস্তাব দেওয়ার বিষয়ে মনস্থির করেছেন। বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, কেবলমাত্র বাস ভাড়া বাড়ালেই আমাদের সমস্যা মিটবে না। আরও এমন অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলির দিকেও নজর দিতে হবে। তাই আমরাও রাজ্য সরকারকে খুব তাড়াতাড়িই বিকল্প প্রস্তাব দিতে চলেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement