—প্রতীকী ছবি।
পূর্ব বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। খড়বোঝাই মোটরভ্যানের ধাক্কায় দু’টুকরো হয়ে গেল শিশুর দেহ৷ কোমর থেকে পা ও মাথা পর্যন্ত শরীরের দু’টি অংশ আলাদা হয়ে যায়৷ বুধবার বিকেলে কাটোয়া থানার অগ্রদ্বীপে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। আনার পথে শিশুটির মৃত্যু হয়৷ পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম চন্দন হালদার (৫)। তাঁর বাড়ি কাটোয়ার অগ্রদ্বীপ গোপীনাথতলা এলাকায়৷
বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঠাকুমার হাত ধরে অগ্রদ্বীপ-বেথুয়াডহরি রোড ধরে ভোজবাড়ি থেকে ফিরছিল ছোট্ট চন্দন। এমন সময় আচমকা একটি খড়বোঝাই মোটরভ্যান ধাক্কা মারে ওই শিশুটিকে। মোটরভ্যানের চাকা চলে যায় ছোট্ট চন্দনের শরীরের উপর দিয়ে। ঠাকুমা পারুল হালদারের চিৎকার-চেঁচামেচিতেই স্থানীয় বাসিন্দারা ছুটে যান। তত ক্ষনে অবশ্য পালিয়ে যান মোটরভ্যানের চালক। এর পর কোনও মতে মোটরভ্যানের চাকার তলা থেকে চন্দনকে বার করে আনা হয়। অগ্রদ্বীপ পুলিশ ক্যাম্প থেকে বাহিনী আসে। তড়িঘড়ি দু’টুকরো হওয়া ছোট্ট চন্দনকে তার এক দাদু অর্জুন হালদার ও পিসি আদুরি হালদার পুলিশের গাড়িতে করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।