বাঁশ দিয়ে পিটিয়ে খুন। নিজস্ব চিত্র।
রাতের অন্ধকারে ঘুমন্ত চার ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে মারল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত শিবপুরে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাতে খেয়ে দেয়ে ঘুমোচ্ছিলেন ৪ জন। সে সময় এক ব্যক্তি বাঁশ দিয়ে মাথায় আঘাত করে তাঁদের। যার জেরে ওই ৪ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন শিবপুরে লাইসেন্সপ্রাপ্ত দেশি মদের দোকানে কাজ করতেন। রাতে সেখানেই ঘুমোতেন তাঁরা। তাঁদের সকলেরই বয়স ৪০-৪৫ বছর। গতকাল রাতে তাঁরা যখন ঘুমোচ্ছিলেন তখন ওই ব্যক্তি তাঁদের পিটিয়ে মারে। মদের দোকানের ম্যানেজার ধীমান মণ্ডল তা দেখেছিলেন। তিনি আটকাতে গেলে তাঁর দিকে ছুটে এসেছিল অভিযুক্ত। গ্রিল বন্ধ করে কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। তারপরই গ্রামবাসীদের ফোন করে খবর দেন।
ইতিমধ্যেই কালী ভুঁইয়া নামের এক ব্যক্তিকেও বাঁশ নিয়ে তাড়া করে অভিযুক্ত। তাড়া করে গ্রামবাসী এবং পুলিশের সামনেই তাঁকে পিটিয়ে মারে। এর পর উত্তেজিত জনতাও মারধর করে অভিযুক্তকে। পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে নার্সিংহোমে ভর্তি করেছে।
খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম সাধু মাঝি। অশান্তি করার জন্য মাসখানেক আগে পরিবারের লোক তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তার পর মদের দোকানের কর্মাচারিদের সঙ্গেই থাকত সে। দিন পাঁচেক আগে এক কর্মচারির হাত ভেঙে দেয় সে। তার পর তাকে ধরেছিল পুলিশ। গত কাল ছাড়া পাওয়ার পরই এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে।