—প্রতীকী ছবি।
আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ চার যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম সুকান্ত মণ্ডল ওরফে মম, অরূপ ঘোষ ওরফে কালু, সম্পদ ঘোষ ও শেখ নুরুল হোসেন ওরফে জসীম। মেমারি থানার মগলমপুরে নুরুলের বাড়ি। বাকিদের বাড়ি মেমারি থানারই চোতখণ্ডে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে নিমো বটতলা এলাকায় জিটি রোডের পাশে একটি নির্জন জায়গায় ১৪-১৫ জন জড়ো হয়েছিলেন। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই চার জনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যান। ধৃতদের কাছ থেকে ম্যাগাজিন-সহ একটি দেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, রামদা, লোহার রড, লাঠি, নাইলনের দড়ি উদ্ধার হয়েছে। ডাকাতির পরিকল্পনায় দলটি সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। ধৃতদের বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি। তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৯ নভেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতদের আইনি সাহায্য দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।