arrest

Police: বর্ধমান শহরে আটক তিন মহিলা কেপমার, ব্যাগে তল্লাশি চালিয়ে মিলল আগ্নেয়াস্ত্র!

পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। ধৃতদের ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ২১:৩৪
Share:

তিন মহিলা কেপমার গ্রেফতার। প্রতীকী ছবি।

কেপমারি এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বর্ধমান শহরে।
ধৃতদের নাম পুনম সোলাঙ্কি, আশা সঞ্জয় সোলাঙ্কি এবং মালতী মালি। মালতির বাড়ি হুগলির ব্যান্ডেল স্টেশন লাগোয়া এলাকায়। বাকি দু’জন আসানসোল উত্তর থানার রেলঝুপড়ি এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শহরের লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড় এলাকায় তিন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এর পর তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়। আশার ব্যাগ থেকে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি মিলেছে। পুনম এবং মালতীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে দু’টি তাজা কার্তুজ। এ ছাড়াও ধৃতদের কাছে নগদ সাড়ে তিন হাজার টাকাও পেয়েছে পুলিশ।

Advertisement

এ নিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছে। ধৃতদের ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার বর্ধমান শহরের কার্জন গেট এলাকা থেকে ব্যবসায়ীর টাকা চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে বৃহস্পতিবার গ্রেফতার হওয়া তিন মহিলার কোনও সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement