BJP

ভাতারে তৃণমূল বিধায়কের উদ্যোগে ঘরে ফিরল ঘরছাড়া ২৫টি বিজেপি পরিবার

পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘরছাড়া বিজেপি কর্মীরা বাড়ি ফিরলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৯:৫২
Share:

নিজস্ব চিত্র

বিধায়ক ও পুলিশের উদ্যোগে ঘরে ফিরল ২৫টি ঘরছাড়া বিজেপি পরিবার। পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘরছাড়া বিজেপি কর্মীরা বাড়ি ফিরলেন। বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই নবাবনগর গ্রামের বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী ঘরছাড়া হয়ে যান। তাঁরা কেউ আত্মীয়ের বাড়ি বা পরিচিতের বাড়িতে এত দিন আশ্রয় নিয়েছিলেন।

Advertisement

কয়েক দিন আগে পূর্ব বর্ধমান জেলা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে ভাতার থানায় প্রশাসনিক বৈঠক হয়েছিল। রাজনৈতিক কারণে ঘরছাড়াদের ঘরে ফেরানোর বিষয়টি ওই বৈঠকে ওঠে।

বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান, ওই বৈঠকেই তিনি পুলিশকে কথা দেন ঘরছাড়াদের বাড়ি ফেরানোর বিষয়ে তিনি উদ্যোগী হবেন। এ দিকে বিধায়কের উদ্যোগে ঘরে ফিরে খুশি বিজেপি কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement