Asansol

Mine: আতঙ্কের তিন ঘণ্টা! আসানসোলে খনিগর্ভ থেকে ওঠার সময় আটকে গেলেন ২০ শ্রমিক

শনিবার রাতে ওই খনিতে কাজ নেমেছিলেন ২০ জন শ্রমিক। রবিবার খনিগর্ভ থেকে উপরে উঠে আসার সময় মাঝপথে তাঁদের ডুলি আটকে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৯:০১
Share:

অবশেষে উদ্ধার, খনি থেকে বার হয়ে আসছেন শ্রমিকরা। নিজস্ব চিত্র।

খনিগর্ভ থেকে উপরে উঠে আসার সময় মাঝপথে আটকে গেল ডুলি। ত্রিশঙ্কু অবস্থায় প্রায় তিন ঘণ্টা আটকে রইলেন ২০ জন খনি শ্রমিক। এই ঘটনা আসানসোলে ইসিএলের কুনুস্তরিয়া এলাকার অমৃতনগর কয়লাখনির।

Advertisement

শনিবার রাতে ওই খনিতে কাজ নেমেছিলেন ২০ জন শ্রমিক। রবিবার খনিগর্ভ থেকে উপরে উঠে আসার সময় মাঝপথে তাঁদের ডুলি আটকে যায়। ডুলি খারাপ হয়ে যাওয়ার জেরে এই বিপত্তি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তার ফলে আটকে পড়েন শ্রমিকরা। ওই বায়ু চলাচলের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তাঁদের দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ শ্রমিকদের। দীর্ঘ ক্ষণ আটকে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।

এর পর ডুলি আবার নীচে নামানো হয়। সেখান থেকে বিস্তীর্ণ হাঁটা পথে উদ্ধার করা হয় আটকে পড়া শ্রমিকদের। প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর খনি গহবর থেকে বেরিয়ে আসতে পারেন তাঁরা। তবে এ নিয়ে আধিকারিকরা কিছু বলতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement