Road Accident

আসানসোলে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, মৃত ২

বরযাত্রীর গাড়িটি ধানবাদ থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। আসানসোলে কাল্লা মোড় পার হওয়ার পরেই গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২৭
Share:

আসানসোলে কাল্লা মোড় পার হওয়ার পরেই গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। নিজস্ব চিত্র।

আসানসোলে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন দু’জন। সোমবার গভীর রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা অন্য দুই আরোহী। আহত দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বরযাত্রীর গাড়িটি ধানবাদ থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। আসানসোলে কাল্লা মোড় পার হওয়ার পরেই গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। স্থানীয়দের দাবি, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা গিয়ে দেখেন গাড়িতে থাকা চার জনই অচেতন হয়ে রাস্তায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পাওয়ার পর আসানসোল উত্তর এবং দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত কারওই নাম জানা যায়নি সোমবার গভীর রাত পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement