Manu Bhaker

অলিম্পিক্সে জোড়া পদক জিতলেও খেলরত্ন পাবেন না মনু, মনোনীত ব্রোঞ্জ জয়ী হকি খেলোয়াড়

টোকিয়োয় ব্যর্থতার পর প্যারিস অলিম্পিক্সে সফল হয়েছিলেন মনু ভাকের। দু’টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। তবু কেন্দ্রীয় সরকারের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান পাবেন না তিনি। কেন এই সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২১:০৮
Share:

মনু ভাকের। — ফাইল চিত্র।

টোকিয়োয় ব্যর্থতার পর প্যারিস অলিম্পিক্সে সফল হয়েছিলেন মনু ভাকের। দু’টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। তবু কেন্দ্রীয় সরকারের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান পাবেন না তিনি। কারণ ভারতীয় শুটার আবেদনই করেননি। এই তালিকায় স্থান পেয়েছেন দু’জন। হকি দলের হরমনপ্রীত সিংহ এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার।

Advertisement

প্যারিসে ব্রোঞ্জ জিতেছে হকি দল। টানা দু’বার অলিম্পিক্সে পদক পেয়েছে তারা। প্যারিসে ভারতের অধিনায়ক ছিলেন হরমনপ্রীত। বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকারদের মধ্যে একজন তিনি। প্যারিসে তাঁর নেতৃত্বও প্রশংসিত হয়েছে।

প্যারিস প্যারালিম্পিক্সে হাই জাম্পে টি৬৪ বিভাগে এশীয় রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন প্রবীণ। ২.০৮ মিটার দূরত্বে লাফিয়েছিলেন তিনি। টানা দ্বিতীয় বার অলিম্পিক্সে পদক জিতেছেন। টোকিয়োয় রুপো পেয়েছিলেন।

Advertisement

তবে মনুর নাম সেই তালিকায় নেই। ক্রীড়া মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, মনু এই সম্মানের জন্য আবেদন করেননি। তবে মনুর পরিবার জানিয়েছে, আবেদন করা হয়েছিল। তবে আবেদন না করা হলেও নির্বাচক কমিটির তরফে নিজে থেকেই কোনও ক্রীড়াবিদকে পুরস্কার বা সম্মানের জন্য মনোনয়নের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। গত বছর মহম্মদ শামিও অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেননি। তবে বিসিসিআইয়ের ইচ্ছায় নির্বাচক কমিটি নিজে থেকে নাম অন্তর্ভুক্ত করায় তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়।

২০২০ সালে অর্জুন পেয়েছিলেন মনু। তবে প্যারিস থেকে ফেরার পর সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ভাইরাল হয়েছিল। তিনি লিখেছিলেন, “দয়া করে বলুন, আমার কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়া উচিত?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement