বারাসত স্টেশন। —ফাইল চিত্র।
স্টেশনে, পথের ধারে বা খোলা আকাশের নীচে বাচ্চাদের নিয়ে রাত কাটাতে হয় অনেক মা-কেই। মহালয়া উপলক্ষে ওই নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়াচ্ছে বারাসতের একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র।
বারাসত, হৃদয়পুর, মধ্যমগ্রামের মতো স্টেশনে মহালয়ার দিনে নিরাশ্রয় মহিলা ও বাচ্চাদের হাতে নতুন জামা-কাপড় তুলে দিয়ে রাতের খাবারের ব্যবস্থা করছে তারা। ওই কেন্দ্রের তরফে সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওই মায়েরাও আমাদের কাছে মা দুর্গা। আমাদের এই চেষ্টার নামও দিয়েছি ‘দুর্গাবন্দনা’।’’