Baishakhi Banerjee

‘জনস্বার্থে’ বদলি বৈশাখী

তাঁর সঙ্গে বদলি করা হয়েছে বেহালা বিবেকানন্দ কলেজ ফর উইমেন-এর অধ্যক্ষ সোমা ভট্টাচার্য এবং ওই কলেজেরই রাষ্ট্রবিজ্ঞানের এক এবং দর্শন বিভাগের এক শিক্ষিকাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা  

কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ০৩:৫৩
Share:

ফাইল চিত্র।

সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে শিক্ষক বদলির তালিকায় নাম রয়েছে মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। যিনি একদা শাসক দলের সঙ্গে থাকলেও বর্তমানে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর সঙ্গে বদলি করা হয়েছে বেহালা বিবেকানন্দ কলেজ ফর উইমেন-এর অধ্যক্ষ সোমা ভট্টাচার্য এবং ওই কলেজেরই রাষ্ট্রবিজ্ঞানের এক এবং দর্শন বিভাগের এক শিক্ষিকাকে। এঁদের জনস্বার্থে বদলি করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Advertisement

বৈশাখীদেবী ও সোমাদেবীর পদে যে দু'জন আসছেন তাঁদের ক্ষেত্রে অবশ্য জনস্বার্থে বদলি কথাটির উল্লেখ নেই। প্রসঙ্গত, বছর কয়েক আগে রাজ্যের আইন সংশোধন করে জনস্বার্থে বদলি বিষয়টি শিক্ষার আইনে যোগ করা হয়েছে। বৈশাখীদেবীকে বদলি করা হয়েছে উত্তর কলকাতার রামমোহন কলেজে। শনিবার তিনি বলেন, " জুন মাসে পদত্যাগ পত্র পাঠিয়েছিলাম। এতগুলো মাস তা গ্রহণ করা হয়নি। এখন মিল্লি আমিনে যখন বিক্ষোভ চলছে তখন আমাকে সরিয়ে দেওয়া হল। মনে হচ্ছে, এই বিক্ষোভের দায়ভার আমার উপর বর্তানো হল। এটা পানিশমেন্ট পোস্টিং।" তিনি জানিয়েছেন, রামমোহন কলেজে তিনি যোগ দেবেন না। প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement