Babul Supriyo

Babul Supriyo: আমেরিকান গায়কের কথা রিটুইট করে নির্ভয়ে নতুন পথে এগিয়ে চলার বার্তা বাবুলের

শনিবার সবাইকে হতচকিত করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে জোড়াফুল শিবিরে যোগ দেন বাবুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৬
Share:

বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।

কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য নয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে সংগীতশিল্পী বাবুল রিটুইট করলেন জন মেয়ারের গানের কথা। ২০১৮ সালেও আমেরিকার সংগীতশিল্পী মেয়ারের কথাগুলি টুইট করেছিলেন বাবুল।

Advertisement

বাবুল শনিবার টুইটারে লিখেছেন, ‘আজকের দুনিয়ায় যখন কেউ সকলকে খুশি করতে গিয়ে নিজেকে সব থেকে দুঃখী করে ফেলছেন, তখন জন মেয়ারের এই পোস্টটি আমার খুবই সুন্দর এবং যথাযথ বলে মনে হচ্ছে। সেটি এই যে, তোমার পাওনা অংশটুকু উপভোগ করো এবং নিজের লক্ষ্য পূরণের জন্য নির্ভয়ে কঠোর পরিশ্রম করো।’

শনিবার দুপুরে আচমকাই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে জোড়াফুল শিবিরে যোগ দেন আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল। দলবদলের পর বাবুল বলেন, ‘‘আমি কাজপাগল মানুষ। বাংলার জন্য কাজ করতেই সিদ্ধান্ত বদল করলাম। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই।’’ পাশাপাশি আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement