TMC

জনসভার আগে মোদী-মমতার জনপ্রিয়তার প্রশ্ন তুলে পারদ চড়ালেন বাবুল, পাল্টা তোপ তৃণমূলেরও

আগামী ২২ ফেব্রুয়ারি, সাহাগঞ্জে সভা মোদীর। তার ৪৮ ঘণ্টা পর অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ওই মাঠেই সভা মমতার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৬
Share:

রেলের অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় ও বৈশালী ডালমিয়া। নিজস্ব চিত্র

হুগলির সাহাগঞ্জে দিন দুয়েকের ব্যবধানে পর পর জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের আগে দুই দলের শীর্ষতম নেতা এবং নেত্রীর সভা ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। এই আবহে মোদী এবং মমতার জনপ্রিয়তার প্রশ্ন তুলে তাতে নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, মোদী ‘সর্বভারতীয়’ নেতা এবং তাঁর জনপ্রিয়তাও ‘বিপুল’। কেন্দ্রীয় মন্ত্রীকে মমতার রাজনীতিতে উত্থানের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূলও।

Advertisement

আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার সাহাগঞ্জে সভা মোদীর। তার ৪৮ ঘণ্টা পর অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি, বুধবার ওই মাঠেই সভা মমতার। বুধবার হুগলির শ্রীরামপুরে সরস্বতী পুজোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাবুল নিজের দল নিয়ে আত্মবিশ্বাস এবং তৃণমূলের প্রতি কটাক্ষের মিশেল রেখে বলেন, ‘‘নরেন্দ্র মোদী এক জন সর্বভারতীয় নেতা। ওঁর জনপ্রিয়তা বিপুল। তাঁর সভার পরে কে কী সভা করল তাতে কিছু যায় আসে না। দিদিও জাতীয় নেত্রী হয়ে উঠতে চান। উনি ওঁর দলের আগে ‘অল ইন্ডিয়া’ লেখেন। কিন্তু নাম দিলেই তো হয় না, যেখানে যেখানে লড়তে গিয়েছেন সেখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে।’’

বাবুলকে পাল্টা তোপ দেগেছেন হুগলির তৃণমূল নেতা দিলীপ যাদব। ইতিহাস টেনে এনে তাঁর বক্তব্য, ‘‘বিজেপি-র কোনও কোনও নেতা জনপ্রিয়তার কথা বলছেন বটে। তবে স্মরণ করিয়ে দিই, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে রাজনীতিতে উত্থান হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে দিন থেকে তাঁকে দেশের সকলে জানেন। লোকসভার বাইরে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ই পরিচিত। এ জন্য বিজেপি-র কোনও নেতার শংসাপত্র লাগে না। অনেকে পদে থেকে নেতা হন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে রয়েছেন। তাঁকে শুধু রাজ্যবাসীই নন, গোটা দেশের মানুষ শ্রদ্ধা করেন।’’

Advertisement

বুধবার বাবুল বনাম তৃণমূলের টক্কর জারি ছিল হুগলির প্রতিবেশী জেলা হাওড়াতেও। এ দিন আজ বালিঘাট স্টেশনে রেলের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বাবুলের অভিযোগ, ‘‘রাজ্যে মমতার নির্মমতার সরকার চলছে।’’ পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। তবে আমন্ত্রণ থাকলেও ওই অনুষ্ঠানে যাননি হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিঁধতে ছাড়েননি বাবুল।

বাবুলের অভিযোগের জবাবে হাওড়ার তৃণমূল নেতা কৈলাশ মিশ্র বলেন, ‘‘ভোটের আগে বিজেপি শিল্যান্যাস করছে। এ ভাবে মানুষের মন জয় করা যায় না। ওদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখা উচিত। মুখ্যমন্ত্রী নির্মম নন, উনি মমতাময়ী। যে কারণে মাত্র ৫ টাকায় ডিম-ভাত খাওয়ানোর মতো প্রকল্প চালু করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement