Babul Supriyo

Babul Supriyo: সপরিবার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, আক্রান্ত কর্মচারীরাও, টুইট প্রাক্তন মন্ত্রীর

এই নিয়ে তৃতীয় বার করোনায় আক্রান্ত হলেন বাবুল। প্রত্যেকটি ঢেউয়ে এক বার করে আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১১:৫৭
Share:

কোভিডে আক্রান্ত বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল, স্ত্রী রচনা ফাইল চিত্র

সপরিবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আক্রান্ত হয়েছেন তাঁর কর্মচারীরাও। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন বাবুল।

Advertisement

কোভিডে আক্রান্ত বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল, স্ত্রী রচনা। বাবুল তৃতীয় বার আক্রান্ত হলেও তাঁর বাবা এবং স্ত্রী এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন। বাবার ৮৪ বছর বয়স হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বাবুল।

টুইটে বাবুল আরও লেখেন, ‘কোভিডে আক্রান্ত গুরুতর অসুস্থদের ককটেল টিকা দেওয়া প্রয়োজন। বাবার ৮৪ বছর বয়স। তাঁর জন্য এই ককটেল টিকা কিনতে হবে।’

Advertisement

বাবুল উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘এই ককটেল টিকার বিপুল দাম। ৬১ হাজার টাকা। একটি ককটেল টিকার যদি এত দাম হয়, তা হলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষগুলো কী ভাবে তা কিনবেন?’

২০২০-র ডিসেম্বরে বাবুলের বাবা এবং মা সুমিত্রা বড়াল করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৯ ডিসেম্বর তাঁর মায়ের মৃত্যু হয়। টুইট করে বাবুল তাই লিখেছেন, ‘আমি তৃতীয় বার কোভিড আক্রান্ত হলাম। মাকে হারিয়েছি। কিন্তু বাবাকে কোনও ভাবে বাঁচিয়ে এনেছি।’

এর আগে গত বছর বিধানসভা নির্বাচনের আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচনী প্রচারের সময় আক্রান্ত হন তিনি। তার পরই নিভৃতবাসে যান। সে সময় টুইটে বাবুল লিখেছিলেন, ‘আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আমি দ্বিতীয় বারের জন্য। দুঃখের বিষয় আসানসোলে এ বার আমি ভোট দিতে পারব না। কিন্তু ২৬ তারিখের ভোটে আমাকে রাস্তায় প্রয়োজন ছিল। কারণ, তৃণমূলের দুষ্কৃতীরা ইতিমধ্যেই সেখানে অশান্তি করার চেষ্টা করছে।’ এর পর অনেক জল গড়িয়েছে। বাবুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement