Forward Bloc

ফ ব-র ‘সিংহ’ বাতিলের দাবি

নির্বাচনী প্রতীক সংক্রান্ত ১৯৬৮ সালের নির্দেশিকা মোতাবেক এ রাজ্যে আগামী পঞ্চায়েত ভোটের আগেই ফ ব-র সিংহ প্রতীক বাতিল করার দাবি জানিয়েছেন ভিক্টরেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৬
Share:

প্রতীকী ছবি।

রাজ্য দল হিসেবে ফরওয়ার্ড ব্লকের স্বীকৃতি এবং তাদের নির্বাচনী প্রতীক সিংহ বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল আজ়াদ হিন্দ মঞ্চ। এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে তাদের দাবি বুধবার মঞ্চের নেতারা জানিয়ে এসেছেন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ় আফতাবের সঙ্গে দেখা করে। চিঠিতে আলি ইমরান রাম্জ (ভিক্টর), সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা নিজেদের ফ ব-র বাংলা কমিটির সদস্য হিসেবে উল্লেখ করে তথ্য দিয়েছেন, বাংলা-সহ যে সব রাজ্যে সাম্প্রতিক কালে ফ ব প্রার্থী দিয়েছে, সেখানে তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ কত। নির্বাচনী প্রতীক সংক্রান্ত ১৯৬৮ সালের নির্দেশিকা মোতাবেক এ রাজ্যে আগামী পঞ্চায়েত ভোটের আগেই ফ ব-র সিংহ প্রতীক বাতিল করার দাবি জানিয়েছেন ভিক্টরেরা। এই বিষয়ে ফ ব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে। তারা দলের কাছে জানতে চাইলে তখন আলোচনা করে যা বলার, বলা হবে। তা ছাড়া, যাঁরা দাবি জানাতে গিয়েছেন, তাঁরা কেউই আমাদের দলের স্বীকৃত প্রতিনিধি নন। কেউ বহিষ্কৃত, কেউ নিলম্বিত!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement