hawker

Hawker: হকারদের দাবি, পথে ভিক্টরেরা

প্রাক্তন বিধায়ক আলি ইমরান রাম্জের (ভিক্টর) নেতৃত্বে ধর্মতলা এলাকায় মিছিল করে পুরসভার সচিবের কাছে দাবিপত্র দিল তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ০৯:২৫
Share:

আজাদ হিন্দ মঞ্চের মিছিল

কলকাতায় হকারদের লাইসেন্স এবং কলকাতা পুরসভার শূন্য পদে নিয়োগের দাবিতে পথে নামল ‘আজাদ হিন্দ মঞ্চ’। প্রাক্তন বিধায়ক আলি ইমরান রাম্জের (ভিক্টর) নেতৃত্বে ধর্মতলা এলাকায় মিছিল করে পুরসভার সচিবের কাছে দাবিপত্র দিল তারা। মিছিলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অশনি সাহারা। মঞ্চের বক্তব্য, কলকাতা পুরসভায় আইন মেনে টাউন ভেন্ডিং কমিটি গড়া হয়নি। তাই হকারদের যে তালিকা পুরসভা প্রকাশ করেছে, তা ‘বৈধ’ নয়। পুরসভার প্রকাশিত তালিকায় হকারের সংখ্যা ৫৯ হাজার অথচ শহরে হকার রয়েছেন প্রায় আড়াই লক্ষ। টাউন ভেন্ডিং কমিটি গড়ে নতুন করে হকার সমীক্ষার পাশাপাশি হকারদের লাইসেন্স দেওয়া, পুরসভার শূন্য পদে নিয়োগ, বাজারের সংস্থার এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি তুলেছেন ভিক্টরেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement