West bengal Assembly

বিধানসভা ২৭-২৮, আসবে কৃষি-প্রস্তাব

    বাম ও কংগ্রেসের অবশ্য দাবি, শুধু কৃষি আইনই নয়, আগেকার অধিবেশন থেকে আরও কিছু আলোচনার দাবি বকেয়া আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০৫:০৬
Share:

ফাইল চিত্র।

কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব নিয়ে আলোচনা করতে বসছে রাজ্য বিধানসভা। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের এই অধিবেশনে এই প্রস্তাব ছাড়াও জিএসটি সংক্রান্ত একটি প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, কৃষি আইন সংক্রান্ত প্রস্তাবটি নিয়ে বাম ও কংগ্রেসের পরিষদীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে। দলবদলের আবহে এ বারের অধিবেশনে প্রয়োজনে বিধানসভায় শাসক দলের আস্থা প্রমাণের দাবি করেছে বাম ও কংগ্রেস। তা অবশ্য খারিজ করেই পরিষদীয় মন্ত্রী বলেন, ‘‘সমুদ্র থেকে এক ঘটি জল গেলে কি জল কমে যায়? এ সব অর্থহীন!’’

Advertisement

বাম ও কংগ্রেসের অবশ্য দাবি, শুধু কৃষি আইনই নয়, আগেকার অধিবেশন থেকে আরও কিছু আলোচনার দাবি বকেয়া আছে। তাই অধিবেশন হোক দু’সপ্তাহের। এই মর্মে দাবি জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠিও দিচ্ছেন কংগ্রেস ও বামের পরিষদীয় নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিন দাবি করেছেন, কুড়মিদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার দাবিকে স্বীকৃতি দিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হোক। তার ভিত্তিতে কেন্দ্রের কাছেও দাবি জানানো যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement