West Bengal Legislative Assembly

ভিডিয়ো বৈঠক বিধানসভাতেও

প্রাথমিক ভাবে ভিডিয়োর মাধ্যমে স্ট্যান্ডিং এবং হাউস কমিটির বৈঠক করা যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০২:৩৫
Share:

—ফাইল চিত্র।

রাজ্য বিধানসভার কাজে ভিডিয়ো কনফারেন্স চালু হতে চলেছে। করোনা পরিস্থিতি শারীরিক দূরত্ব সংক্রান্ত বিধি মানতে এই পদ্ধতি চালু করতে চাইছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে ভিডিয়োর মাধ্যমে স্ট্যান্ডিং এবং হাউস কমিটির বৈঠক করা যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্পিকার জানিয়েছেন, আগামী সপ্তাহে কমিটির চেয়ারম্যানদের সঙ্গে ভিডিয়ো-মাধ্যমে কথা বলে কমিটিগুলির দিনক্ষণ চূড়ান্ত হবে। কমিটির বৈঠক করা না গেলে বিধায়কদের হাজিরা ও ভাতা চালু করায় সমস্যা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement