Protest

প্রতিবাদে পথে আশা, আইসিডিএস কর্মীরা

স্বরূপনগরে গিয়ে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সিটুর ডাকে প্রতিবাদ কর্মসূচি এবং রাস্তা অবরোধে শামিল হয়েছিলেন আশা, আইসিডিএস কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৭:০৬
Share:

স্বরূপনগরে আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা সমীক্ষায় তাঁদের কাজ করানোর প্রতিবাদ এবং চাপ ও হেনস্থার অভিযোগে রাজ্য জুড়ে পথে নামলেন আশা এবং আইসিডিএস কর্মীরা। সমীক্ষা করতে গিয়ে শাসক দলের ‘হুমকি’র মুখে পড়ে স্বরূপনগরে আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনা আশা এবং আইসিডিএস কর্মীদের প্রতিবাদে আরও ইন্ধন জুগিয়েছে। স্বরূপনগরে গিয়ে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সিটুর ডাকে প্রতিবাদ কর্মসূচি এবং রাস্তা অবরোধে শামিল হয়েছিলেন আশা, আইসিডিএস কর্মীরা। বিডিও-র কাছে দাবি জানাতেও গিয়েছিলেন গার্গী চট্টোপাধ্যায়, রত্না দত্তেরা। কলকাতায় এআইইউটিইউসি-র ডাকে প্রতিবাদ মিছিল করে ধর্মতলায় পথ অবরোধ করেন আশা কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement