Asansol

বোর্ড গঠনে ব্যর্থ মেয়রকে পাঁচ লক্ষ টাকা জরিমানা! হাই কোর্টে দাবি কাউন্সিলরের

আসানসোলের পুরসভা ভোটে ১০৬টি আসনের মধ্যে ৯১টিই জিতেছিল তৃণমূল। দু’মাস আগে মেয়র হিসাবে শপথ নেন তৃণমূল নেতা বিধান উপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৭:৩৭
Share:

প্রতীকী ছবি।

সময়ে মেয়র পারিষদ গঠন না করায় আসানসোলের মেয়র তৃণমূল নেতা বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হল কলকাতা হাই কোর্টে। শুধু তা-ই নয় তাঁকে শাস্তি দিতে পাঁচ লক্ষ টাকা জরিমানা করারও আর্জি জানালেন আসানসোলের এক কাউন্সিলর। আদালতকে তিনি জানিয়েছেন, মেয়রের এই অবহেলার কারণে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।

Advertisement

সোমবার এ সংক্রান্ত মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলা করেন বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারি। আসানসোলের পুরসভা ভোটে ১০৬টি আসনের মধ্যে ৯১টিই জিতেছিল তৃণমূল। বাকি ১৫টিতে যে ক’জন বিজেপি প্রার্থী জিতেছিলেন চৈতালী তাঁদের একজন। আদালতে চৈতালী জানিয়েছেন, শপথের দু'মাস পেরিয়ে গেলেও এখনও মেয়র পারিষদ গঠন করেননি মেয়র বিধান। তাঁর জন্য নাগরিকরা উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনায় হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে চৈতালীর আর্জি, বোর্ড গঠনে ব্যর্থ মেয়রকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হোক। এর পাশাপাশি, মেয়রের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগও করেছেন তিনি।

সোমবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলাটি করা হয়। আগামী ৯ জুন এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement