Anubrata Mandal

Anubrata Mandal: কমোডওয়ালা শৌচাগারই দেওয়া হয়েছে অনুব্রতকে, জানালেন আসানসোল জেলের সুপার

সূত্রের খবর, জেলে অনুব্রত যে সেলে রয়েছেন ওই ঘরে একটি শয্যা আছে। রয়েছে ঘর লাগোয়া আলাদা শৌচাগারও। তবে সেটি ভারতীয় ধাঁচের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২১:৫৭
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।

আসানসোল সংশোধনাগারে কমোড অর্থাৎ পশ্চিমী ধাঁচের শৌচাগারের ব্যবস্থা রয়েছে। অনুব্রত মণ্ডল চাইলে ওই শৌচাগার ব্যবহার করতে পারেন বলে জানিয়ে দিলেন জেল কর্তৃপক্ষ।

Advertisement

বুধবার অনুব্রতকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। এর পরেই জানা যায়, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে যে সংশোধনাগারে রাখা হবে, সেখানে কমোডওয়ালা শৌচাগারের ব্যবস্থা নেই। নানা শারীরিক সমস্যায় ভোগা অনুব্রতের কাছে যা একটা ‘বড় সমস্যা’ হয়ে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তাঁর ঘনিষ্ঠেরা।

কিন্তু বৃহস্পতিবার জেলের সুপার কৃপাময় নন্দী আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘সংশোধনাগারে কমোড রয়েছে। অনুব্রত মণ্ডল বা যে কোনও কয়েদিই ওই শৌচাগার ব্যবহার করতে পারেন। কারও অসুবিধা হওয়ার কথা নয়।’’ জেল সূত্রেও খবর, বৃহস্পতিবার ওই কমোডওয়ালা শৌচাগারই ব্যবহার করেছেন তিনি।

Advertisement

অনুব্রত বরাবরই তাঁর শারীরিক বিভিন্ন সমস্যার কথা জানিয়ে এসেছেন সিবিআইকে। শ্বাসকষ্ট, মধুমেহ রোগের মতো সমস্যার পাশাপাশি অর্শের সমস্যাতেও ভোগেন তিনি। যার জন্য নানা সতর্ক থাকতে হয় বীরভূমের তৃণমূল নেতাকে। বুধবার অনুব্রতের এই শারীরিক সমস্যার কথা মাথায় রেখেই সিবিআই আদালতের বিচারক তাঁকে সব রকম ওষুধ এবং শ্বাসকষ্ট প্রশমনের যন্ত্র জেলে নিয়ে যাওয়ার অনুমতি দেন।

জেল সূত্রে খবর, অনুব্রতকে আপাতত জেলের কক্ষে রাখা হয়নি। আসানসোল জেলের ভিতরে যে হাসপাতাল রয়েছে, তার দু’টি ঘরের একটিতে রয়েছেন অনুব্রত। ওই ঘরে বেড আছে। রয়েছে ঘরের লাগোয়া আলাদা শৌচাগারও। তবে সেটি ভারতীয় ধাঁচের।

অনুব্রতের ঘনিষ্ঠ মহলের আশঙ্কা ছিল, ওই শৌচাগার ব্যবহার করতে বেশ সমস্যায় পড়তে হতে পারে অনুব্রতকে। তার পরেই সংশোধনাগারে কমোডের শৌচাগার থাকার কথা জানিয়ে দিল জেল কর্তৃপক্ষ। যদিও তাতে ‘কেষ্টদা’র কতটা সুবিধা হবে, তা নিয়ে খানিক উদ্বিগ্ন তাঁর ঘনিষ্ঠেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement