ফাইল চিত্র।
গুজরাতে দাঙ্গার সময়ে বিলকিস বানোকে দলবদ্ধ ধর্ষণ ও পরিবার-প্রতিবেশিদের হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিক সমাজকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানাল ‘শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চ’। সুপ্রিম কোর্টও এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবে বলে তাদের আশা। মঞ্চের তরফে নাট্য-ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী শুক্রবার বিবৃতিতে বলেছেন, ‘যাঁরা মনুষ্যেতর এই ঘাতকদের যাবজ্জীবন কারাদণ্ড থেকে অকাল-মুক্তির আদেশ দিয়েছেন, সভ্যতার কোনও মানদণ্ডেই তাঁদের অপরাধ অপরাধীদের থেকে কম নয়। যে বিজেপি-সঙ্ঘ পরিবার সদস্যেরা সোৎসাহে মালা পরিয়ে ধর্ষক-ঘাতকদের বরণ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, তাঁরা আরও বড় অপরাধ শুধু করেননি। স্পষ্ট বিদ্বেষ-বার্তা দিয়েছেন— মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন, ধর্ষণ ও হত্যা গর্বের কাজ’। গুজরাত হিংসার বিরুদ্ধে দাঁড়ানো মানবাধিকার কর্মী তিস্তা শেতলবাদকে ‘অন্যায়’ ভাবে জেলবন্দি করার প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তিও দাবি করেছেন তাঁরা।