Arms

ডাকাতির আগে বারুইপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই, রানাঘাটে আগ্নেয়াস্ত্র মিলল যুবকের কাছে

আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। আবার নদিয়ার রানাঘাটেও আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৯
Share:

বারুইপুর ও গাংনাপুরে অস্ত্র-সহ গ্রেফতার। প্রতীকী চিত্র।

আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ চম্পাহাটি এলাকা থেকে জাহাঙ্গির লস্কর এবং শহিদুল মণ্ডল নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। নদিয়ার রানাঘাটেও আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বারুইপুরে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন, ২টি ছুরি-সহ নানা সরঞ্জাম। এ ছাড়াও ধৃতদের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু প্রসাধনী সামগ্রী। ধৃতদের এই অস্ত্র কী কারণে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

আবার নদিয়ার গাংনাপুরে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জাভেদ মণ্ডল (২৩)। জাভেদ হাঁসখালির বালিয়াডাঙার বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাভেদের বাড়িতে তল্লাশি চালায়। সেই সময়‌ই উদ্ধার হয় একটি ওয়ান শটার এবং এক রাউন্ড গুলি। সেই সঙ্গে পাওয়া যায় অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামও। এর পর ওই যুবককে গ্রেফতার করে গাংনাপুর থানার পুলিশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল জাভেদ তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement