প্রতীকী চিত্র।
প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়ে ৮.১% করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তা প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে দাবি জানাল ইউটিইউসি। কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেছেন, পিএফের সুদ কমিয়ে দেওয়ার বিরূপ প্রতিক্রিয়া লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারীর উপরে পড়বে। এমনিতেই জ্বালানি-সহ জিনিসপত্রের দামের চাপে সাধারণ শ্রমিকেরা বিপর্যস্ত। পিএফের সুদ কমানো হলে শ্রমিক-কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হবেন। সেই প্রতিবাদের প্রভাব উন্নয়ন বা অর্থব্যবস্থার উপরে পড়লে তার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী হবে বলে উল্লেখ করেছেন অশোকবাবু।