Provident Fund

Provident Fund: পিএফে সুদ হ্রাস প্রত্যাহারের দাবি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৪:১৪
Share:

প্রতীকী চিত্র।

প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়ে ৮.১% করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তা প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে দাবি জানাল ইউটিইউসি। কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেছেন, পিএফের সুদ কমিয়ে দেওয়ার বিরূপ প্রতিক্রিয়া লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারীর উপরে পড়বে। এমনিতেই জ্বালানি-সহ জিনিসপত্রের দামের চাপে সাধারণ শ্রমিকেরা বিপর্যস্ত। পিএফের সুদ কমানো হলে শ্রমিক-কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হবেন। সেই প্রতিবাদের প্রভাব উন্নয়ন বা অর্থব্যবস্থার উপরে পড়লে তার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী হবে বলে উল্লেখ করেছেন অশোকবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement