NEET

নিটের জন্য আর্জি লকডাউন প্রত্যাহারের

মুখ্যমন্ত্রীকে বুধবার পাঠানো চিঠিতে সুজনবাবু লিখেছেন, ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৬
Share:

প্রতীকী ছবি।

নিট পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে আগামী ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে বুধবার পাঠানো চিঠিতে সুজনবাবু লিখেছেন, ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার অর্জি জানানো সত্ত্বেও তারা পরীক্ষা পিছোতে রাজি হয়নি। রেল যখন চলছে না এবং গণ-পরিবহণে নানা রকম সমস্যা রয়েছে, সেই পরিস্থিতিতে পরীক্ষার আগের দিনই অনেক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা গন্তব্যের দিকে রওনা দিতে চাইবেন। তাঁদের অসুবিধায় না ফেলার জন্যই ১২ তারিখের লকডাউন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন সুজনবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement