wbcs

WBCS: পরীক্ষার জন্য ট্রেনের দাবি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ০৯:০৭
Share:

প্রতীকী ছবি।

অতিমারি পরিস্থিতিতে স্বাভাবিক লোকাল ট্রেন পরিষেবা বন্ধ। কিছু স্টাফ স্পেশ্যাল এবং দূরপাল্লার ট্রেন চলছে। এমতাবস্থায় ডব্লিউবিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে আগামী ২২ অগস্ট, রবিবার কিছু বাড়তি ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষের কাছে আর্জি জানাল ‘পশ্চিমবঙ্গ চাকরি-প্রার্থী মঞ্চ’। পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব রেলের কাছে এই আবেদন জানিয়ে চিঠি দিয়েছে তারা। মঞ্চের তরফে ইন্দ্রজিৎ ঘোষের বক্তব্য, ‘‘পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখালে যাতে স্পেশ্যাল ট্রেনে উঠতে দেওয়া হয়, সেই অনুরোধও জানিয়েছি আমরা। আশা করি, রেল কর্তৃপক্ষ চাকরি-প্রার্থীদের আবেদন মঞ্জুর করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement