বিজেপি নেতা অনুপম হাজরা
হিন্দু জাগরণ মঞ্চের একটি মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় বুধবার বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে জিজ্ঞাসাবাদ করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অনুপম জানান, মেটিয়াবুরুজের এক আরএসএস কর্মী বীর বাহাদুর সিংহের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গত ৪ ডিসেম্বর শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। সেই মিছিলে তিনি ছিলেন। সে দিন ধর্মতলা চত্বরে তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ তাঁর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে। সেই বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য এ দিন তাঁকে হেয়ার স্ট্রিট থানায় ডাকা হয়েছিল। অনুপমের কথায়, ‘‘জিজ্ঞাসাবাদের নামে আমাকে পাঁচ ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয়। তাতে অবশ্য কিছু এসে যায় না। তৃণমূল জমানায় বিজেপি করলে পুলিশি হেনস্থার শিকার হতে হয়। এতে আমরা এখন অভ্যস্ত হয়ে গিয়েছি।’’ এ বিষয়ে রাত পর্যন্ত পুলিশের বক্তব্য জানা যায়নি।