Anubrata Mondal

শরীর খুব ভাল নেই অনুব্রতের

তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘কেষ্টদার উচ্চরক্তচাপ রয়েছে, ব্লাড সুগারের মাত্রাও বেশি। তবে এ ব্যাপারে যা সিদ্ধান্ত চিকিৎসকেরাই নেবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ০৫:০৭
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।

দলেরই প্রাক্তন প্রধানকে ‘খুনেক চেষ্টার’ মামলায় দুবরাজপুর পুলিশের হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। সাত দিনের হেফাজত শেষে কাল, মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হবে বীরভূমের কেষ্টকে।

Advertisement

তবে হেফাজতে থাকাকালীন তাঁর রক্তচাপ বেড়েছে। বুকের ডান দিকে সমান্য সংক্রমণও ধরা পড়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পরে সেটাই জানা যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন অনুব্রতের রক্তচাপ ছিল ১৮০/১১০। বাইরে থেকে আনিয়ে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। কিছু ক্ষণ অপেক্ষার পরে রক্তচাপ কমলে ফের তাঁকে হেফজতে নিয়ে যায় পুলিশ। তবে সূত্রের খবর, এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই বলে চিকিৎসকেরা জানিয়েছেন। যে ওষুধ দেওয়া আছে, সেটা নিয়ম করে খেতে হবে। তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘কেষ্টদার উচ্চরক্তচাপ রয়েছে, ব্লাড সুগারের মাত্রাও বেশি। তবে এ ব্যাপারে যা সিদ্ধান্ত চিকিৎসকেরাই নেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement