Sukanya Mondal

দিল্লি যেতে পারেন সুকন্যা

গরু পাচার মামলায় সুকন্যার পাশাপাশি অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি এবং অনুব্রত-ঘনিষ্ঠ চালকল মালিক তথা তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্যকেও দিল্লিতে তলব করেছে ইডি।

Advertisement

বাসুদেব ঘোষ 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ০৭:৪৫
Share:

সুকন্যা মণ্ডল। ফাইল চিত্র।

সিবিআইয়ের তলব এড়িয়েছেন। যাননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রথম তলবেও। কিন্তু, ইডি-র দ্বিতীয় নোটিস পেয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা দিল্লি যাবেন বলেই বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে। সুকন্যার এক ঘনিষ্ঠ রবিবার বলেন, ‘‘দিন দু’য়েক হল সুকন্যা ফিরেছেন। দিল্লি যাবেন বলেই শুনেছি।’’

Advertisement

গরু পাচার মামলায় সুকন্যার পাশাপাশি অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি এবং অনুব্রত-ঘনিষ্ঠ চালকল মালিক তথা তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্যকেও দিল্লিতে তলব করেছে ইডি। দিল্লি যাবেন বলে জানিয়েছেন রাজীব ও মণীশ, দু’জনেই। ২ নভেম্বর মণীশকে এবং ৩ তারিখ রাজীবকে ডেকে পাঠানো হয়েছে। তবে, ২ তারিখ ইডির তলবে সুকন্যা দিল্লি যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল তিনি ভিন্ রাজ্যে থাকায়। অনুব্রতের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর অনুযায়ী, সুকন্যা ইডির সদর দফতরে হাজিরা দিতে যাবেন।

ইডির তরফে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিসে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু, বান্ধবীর চিকিৎসা করাতে তিনি ভিন্ রাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে ইডি-কে জানিয়েছিলেন। এর পরে ২৭ তারিখ রাতেই সুকন্যাকে ই-মেল করে ফের ২ নভেম্বর দিল্লিতে তলব করা হয়। অনেকে মনে করেছিলেন, এ বারেও বাইরে থাকার কারণে হয়তো হাজিরা এড়িয়ে যাবেন সুকন্যা। কিন্তু সূত্রের খবর, ইতিমধ্যেই সুকন্যা ভিন্ রাজ্য থেকে ফিরে এসেছেন। হাজিরার প্রস্তুতি নিতে তিনি প্রয়োজনীয় নথিপত্র গোছাতেও শুরু করেছেন। ওই দিন তাঁর সঙ্গে মনীশ কোঠারিরও যাওয়ার কথা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement