Anubrata Mondal

Anubrata Mondal: ২৭শে ফের জিজ্ঞাসাবাদ অনুব্রতকে

বৃহস্পতিবারেই নিজ়াম প্যালেসে হাজির হয়েছিলেন অনুব্রত। তদন্তকারীরা জানান, জিজ্ঞাসাবাদের সময় নিজের শারীরিক অবস্থার কথা বিস্তারিত ভাবে জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ০৬:৩৫
Share:

দেড় মাস পরে জেলায় ফিরলেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

নির্ধারিত তারিখের দু’দিন আগে স্বেচ্ছায় হাজির হয়ে সিবিআইয়ের প্রশ্নের উত্তর দিয়ে এসেছেন তিনি। গরু পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ২৭ মে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় আবার নিজ়াম প্যালেসে সিবিআইয়ের আঞ্চলিক দফতরে তলব করা হয়েছে বলে ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর।

Advertisement

বৃহস্পতিবারেই নিজ়াম প্যালেসে হাজির হয়েছিলেন অনুব্রত। তদন্তকারীরা জানান, জিজ্ঞাসাবাদের সময় নিজের শারীরিক অবস্থার কথা বিস্তারিত ভাবে জানিয়েছেন ওই নেতা। শারীরিক অসুস্থতা সংক্রান্ত যাবতীয় রিপোর্টও জমা দিয়েছেন তিনি। তাঁর মেডিক্যাল রিপোর্ট দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে পাঠানো হয়েছে। অনুব্রতের শারীরিক অবস্থার রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে চিকিৎসকদের সঙ্গেও।

সিবিআই সূত্রের খবর, গরু পাচার নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অনুব্রত। উল্টে জিজ্ঞাসাবাদের সময় ওই দিনেই এসএসকেএমের চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন বলে একটি নথি বার বার দেখিয়েছিলেন তিনি। সেই কারণে তাঁকে অল্প সময় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল।

Advertisement

সিবিআইয়ের তদন্তকারীরা জানান, মামলার যোগসূত্রে তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে অনুব্রতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। সেই জন্যই ২৭ মে তাঁকে আবার তলব করা হয়েছে। অনুব্রতের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এ দিন বলেন, ‘‘আগামী শুক্রবার শুধু হাজির হওয়ার জন্য নোটিসে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও নথিপত্র নিয়ে আসার কথা নোটিসে উল্লেখ করা হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement