অনুব্রত মণ্ডল। — ফাইল চিত্র
দল নিয়ে বেসুরো বীরভূম জেলার তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। ফেসবুকে তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই আবহেই বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিয়ে দলের জন্য আগামী বিধানসভা নির্বাচনে ২২০টি আসন চাইলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।
বৃহস্পতিবার আচমকাই তারাপীঠে যান অনুব্রত। সেখানে পুজো দেন তিনি। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘তিথি ভাল বলেই পুজো দিতে এসেছি।’’ তিনি আরও বলেন, ‘‘তারা মায়ের কাছে ২২০টি আসন চাইলাম।’’
কিন্তু তাল কেটেছে সুদীপ্তর ফেসবুক পোস্ট নিয়ে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘অহঙ্কার পতনের কারণ...মানুষকে মানুষের সম্মান দিতে হবে...রাজনীতি পরে...ভাইপোকে পিছনের সারিতে রাখতে হবে...’। কারও নাম না করলেও সুদীপ্তর ফেসবুক প্রোফাইলের এই পোস্টকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। যদিও সুদীপ্তর দাবি, গোটা বিষয়টিই ভিত্তিহীন। এ নিয়ে সাইবার সেলে অভিযোগ জানানোর কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন: পুর-পদ ছাড়তেই পার্টি অফিসে হামলা, তাই দলও ছাড়লেন জিতেন্দ্র
আরও পড়ুন: ‘মাথা ঝোঁকাবে না বাংলা’, আইপিএস অফিসার বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী