Anubrata Mandal

Anubrata's Daughter: অর্ক স্কুলে, সুকন্যা গরহাজির

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ০৬:৫২
Share:

স্কুলে গরহাজির অনুব্রত-কন্যা ফাইল চিত্র।

নিয়োগ বিতর্কে নাম জড়িয়েছিল তাঁর। কলকাতা হাই কোর্ট হাজিরার নির্দেশ প্রত্যাহার করে নিলেও বিতর্ক জিইয়ে থেকেছে। এই অবস্থায় সোমবার স্কুলে দেখা গেল অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত সহায়ক অর্ক দত্তকে। কিন্তু, এ দিনও স্কুলে গরহাজির থেকেছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল।

Advertisement

বোলপুর শহরে ২২ নম্বর ওয়ার্ডের (অনুব্রতের বাড়ি এখানেই) কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন অর্ক ও সুকন্যা। অনুব্রতের বাড়ি থেকে মিনিট কয়েকের দূরত্বে সেই স্কুল। প্রাথমিকে নিয়োগ নিয়ে অভিযোগকারীর আইনজীবী ফিরদৌস শামিম গত সপ্তাহে হাই কোর্টে অভিযোগ করেন, সুকন্যা কখনও স্কুলে যাননি। সুকন্যা, অর্ক-সহ অনুব্রতের ঘনিষ্ঠ ছ’জন টেট পাশ না করে চাকরি পেয়েছেন বলেও তাঁর অভিযোগ। অর্কের বিরুদ্ধেও দিনের পর দিন স্কুলে না এসে বেতন নেওয়ার অভিযোগ ওঠে। বিতর্কের মাঝেই স্কুলে এলেন অর্ক। আদালতে প্রশ্ন ওঠার পরেই কি তাঁর স্কুলে আসার সিদ্ধান্ত? অর্ক দাবি করেন, ‘‘আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। নিয়মিত স্কুলে আসি। এ দিনও এসেছি।” স্কুল সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কয়েক মাস ছুটিতে আছেন সুকন্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement