অনুব্রত মণ্ডল। —ফাইল ছবি
দিন কয়েক আগে দলের কিছু কর্মীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মিথ্যে মামলা দায়েরের অভিযোগ তুলেছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। নানুর এলাকার বিদ্যুৎ দফতরের এক স্টেশন ম্যানেজারকে ফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে কেরিমের বিরুদ্ধে। এ বার দলের ওই নেতার সুরেই সুর মেলালেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নানুরের প্রকাশ্য সভায় অনুব্রত বলেন, ‘‘নানুরে যত এসএস (স্টেশন ম্যানেজার) আছেন, তাঁদের সাবধান করে দিচ্ছি কাউকে বিদ্যুৎ চুরির মিথ্যা অভিযোগ দিলে বদলি করে দেব।’’
এ দিন নানুরের পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল তৃণমূলের। সেই সভায় অনুব্রত মন্তব্য করেন, ‘‘দিলীপ ঘোষ ক্ষমতায় এলে গুলি করে মারার কথা বলেছেন। ওই কথা বলার জন্য কেন্দ্রীয় সরকারেরই ওকে গুলি করে মারা উচিত।’’ এ দিন অন্যদের মধ্যে ছিলেন দলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আব্দুল কেরিম খান, ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, ব্লক কার্যকরী সভাপতি কাজল শেখ প্রমুখ।
বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের জবাব, ‘‘তৃণমূলের বিনাশ কাল উপস্থিত হয়েছে। তাই বুদ্ধিসুদ্ধি লোপ পেয়েছে বলে উল্টোপাল্টা বলছে।’’