Diamond Princess

জাহাজে আক্রান্ত আরও ৯৯

এই নিয়ে জাপান উপকূলে আটকে থাকা ওই জাহাজে আক্রান্তের সংখ্যা হল ৪৫৪।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৪
Share:

‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজ।—ছবি এপি।

আরও ৯৯ জনের দেহে করোনাভাইরাসের চিহ্ন মেলায় নতুন করে আশঙ্কা ছড়াল ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে। ভারতীয় ক্রু স্বরূপ চম্পাদার ফোনে জানান, সোমবার ক্যাপ্টেন এ কথা ঘোষণা করেছেন। এই নিয়ে জাপান উপকূলে আটকে থাকা ওই জাহাজে আক্রান্তের সংখ্যা হল ৪৫৪।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার গোবিন্দপুরের বাসিন্দা স্বরূপ বলেন, ‘‘ফের চিন্তায় পড়েছি। ভাইরাসের সঙ্গে সঙ্গে ছড়াচ্ছে আতঙ্কও। আমেরিকা এবং অন্য কিছু দেশ তাদের নাগরিক ও ক্রু-সদস্যদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে। দিল্লি কবে সেটা করবে?’’ যাত্রীদের নামিয়ে ক্রু-সদস্যদের আরও ১৪ দিন জাহাজে পর্যবেক্ষণে রাখা হবে। উত্তর দিনাজপুরের বাসিন্দা, ওই জাহাজের অন্য কর্মী বিনয় সরকার ফোনে বলেন, ‘‘জাপানে ভারতীয় দূতাবাসের তরফে এ দিন দেশে ফেরানোর বিষয়ে আমাদের দিয়ে একটি ফর্ম পূরণ করানো হয়েছে। তা করে দিয়েছি।’’

জীবনের ঝুঁকি নিয়ে করোনা-গ্রস্ত চিনের ইউহান থেকে ৬৪৭ জন ভারতীয় এবং মলদ্বীপের সাত জনকে বিমানে তুলে এনেছিলেন এয়ার ইন্ডিয়ার ৬৮ জন কর্মী। এ দিন দিল্লিতে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। করোনা কি না, নিশ্চিত হতে এ দিন কলকাতায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পরামর্শে এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement