Anis Khan

আনিস খান মৃত্যু মামলার শুনানি সোমবার দুপুরেই, মামলা গ্রহণ করে জানিয়ে দিল হাই কোর্ট

হাই কোর্টকে স্বতঃপ্রণোদিত ভাবে মামলার নেওয়ার আবেদন করেন কৌস্তভ। সেই মামলারই শুনানি হওয়ার কথা বেলা দুটোয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩০
Share:

আনিসের রহস্যজনক মৃত্যুর কারণ কী?

ছাত্র নেতা আনিস খানের মৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টকে স্বতঃপ্রণোদিত ভাবে মামলার নেওয়ার আবেদন করলেন আইনজীবী কৌস্তব বাগচী। আনিসের রহস্যজনক মৃত্যুর কারণ কী? পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? এই দাবিতে হাই কোর্টকে স্বতঃপ্রণোদিত ভাবে মামলার নেওয়ার আবেদন করেন কৌস্তভ। তিনি আদালতকে জানান, পুলিশের সামনে ছাদ থেকে পড়ে মারা গিয়েছে, নাকি হত্যা করা হয়েছে, তার যথাযথ তদন্ত প্রয়োজন। পরিবারের দাবি, এক জন এসেছিলেন পুলিশের বেশে, সঙ্গে ওই দলে সিভিক ভলান্টিয়ারের পোশাকে দু’জনও ছিলেন। মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করেছে আদালত। সোমবার দুপুরে মামলার শুনানি হতে পারে।
বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আজ দুপুর ২টোর মধ্যে আদালতে এই বিষয়ে লিখিত আকারে হলফনামা জমা দিন সংস্লিষ্ট কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement