সন্দেশখালিতে ‘আক্রান্ত আমরা’ র প্রতিনিধিরা। — নিজস্ব চিত্র।
জমি লুট, ভোট লুট, নারী-‘নিগ্রহ’, প্রতিবাদ করলে মারধর— সন্দেশখালিতে বিভিন্ন অনিয়ম ঘটেছে। সন্দেশখালিতে গিয়ে রবিবার জনতার থেকে এমন নানা অভিযোগই তাঁরা শুনেছেন বলে দাবি করল ‘আক্রান্ত আমরা’। ওই সংগঠনের তরফে পুলিশ, প্রশাসনের সাম্প্রতিক নানা ভূমিকারও তীব্র নিন্দা করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, অপরাধীদের আড়াল করে প্রতিবাদীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। প্রতিবাদীদের নামে দায়ের করা হয়েছে মিথ্যা মামলাও। এ দিন ওই সংগঠনের তরফে অম্বিকেশ মহাপাত্র, অরুণাভ গঙ্গোপাধ্যায়, মৌসুমী ঘোষদাস-সহ অন্যরা সন্দেশখালি গিয়েছিলেন। তাঁরা জানান, কিছু দিনের মধ্যেই ‘সন্দেশখালি কী বলছে?’ শীর্ষক একটি সভারও আয়োজন করা হবে। সেখানে যোগ দেওয়ার কথা প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেনের।