Indian Railways

ঘুষ নিয়ে যাত্রী তোলায় ‘অভিযুক্ত’ রেল পুলিশ

কিছু ট্রেনে টাকা নিয়ে যাত্রীদের বিভিন্ন কামরায় ওঠানোর অভিযোগ এসেছিল। তার ভিত্তিতেই রেলের ভিজিল্যান্স বিভাগ এবং আরপিএফের কর্মীরা শুক্রবার রাতে সাদা পোশাকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে ওঁত পেতে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ০৫:৫০
Share:

—প্রতীকী ছবি।

দূরপাল্লার ট্রেনে বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় টাকার বিনিময়ে যাত্রী তোলার অভিযোগ উঠল রেল পুলিশের (জিআরপি) এক কর্মীর বিরুদ্ধে। রেল জানিয়েছ, শুক্রবার রাতে হাটেবাজারে এক্সপ্রেস ছাড়ার আগে রেলের ভিজিল্যান্স বিভাগ এবং আরপিএফের অভিযানে রেল পুলিশের ওই কর্মী হাতেনাতে ধরা পড়েন। রেলের দাবি, ওই কর্মী উত্তরবঙ্গে কর্মরত। তাঁর বিরুদ্ধে শিয়ালদহের জিআরপিকে আইনি পদক্ষেপ করতে বললেও তারা অসহযোগিতা করছে। যদিও এসআরপি (উত্তরবঙ্গ) সেলভামুরুগান বলেন, ‘‘জিআরপি কর্মীর আটক বা গ্রেফতারির খবর নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’’ রেল সূত্রের খবর, ওই কর্মীকে আটক করার পরে জিআরপির নানা আচরণের বিরুদ্ধে যাত্রীরাও ক্ষোভ উগরে দেন। ট্রেন ছাড়তেও দেরি হয়।

Advertisement

রেল সূত্রের খবর, কিছু ট্রেনে টাকা নিয়ে যাত্রীদের বিভিন্ন কামরায় ওঠানোর অভিযোগ এসেছিল। তার ভিত্তিতেই রেলের ভিজিল্যান্স বিভাগ এবং আরপিএফের কর্মীরা শুক্রবার রাতে সাদা পোশাকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে ওঁত পেতে ছিলেন। অভিযোগ, এক যাত্রী হাটে বাজারে এক্সপ্রেসের একেবারে পিছনের কামরায় ট্রেন পাহারার দায়িত্বে থাকা জিআরপির কর্মীকে আসনের কথা বলেন। ওই পুলিশকর্মী তাঁকে ইঞ্জিনের পরের কামরায় তাঁর অন্য সহকর্মীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। এর পর ওই যাত্রী সামনের দিকে বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরার কাছে গিয়ে অভিযুক্ত পুলিশকর্মীকে বিষয়টি জানালে তিনি ওই যাত্রীর কাছ থেকে ৩০০ টাকা চান। টাকা লেনদেনের সময় অভিযুক্ত পুলিশকর্মীকে হাতেনাতে পাকড়াও করা হয় বলে রেল সূত্রের দাবি।

রেল সূত্রের অভিযোগ, পাকড়াও হওয়ার পরে ওই পুলিশকর্মী বিষয়টি ‘মিটমাট’ করে নিতে বলেন। রেলের রিপোর্ট লেখার সময় তিনি বয়ান দিতেও অস্বীকার করেন। তাঁর ঊর্ধ্বতন অফিসারকে অভিযুক্ত পুলিশকর্মীর বদলে অন্য কর্মীকে মোতায়েন করতে বলেও তা করা হয়নি। তার পরে অভিযুক্ত পুলিশকর্মীকে ছাড়াই ট্রেন ছাড়ে। শিয়ালদহ জিআরপি ‘সহযোগিতা’ না করলেও রেলের দাবি, এ ব্যাপারে তথ্যপ্রমাণ-সহ রিপোর্ট এসআরপি (উত্তরবঙ্গ)-র কাছে পাঠানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement