নলকূপের হাতল টিপে জল খাচ্ছে হাতি।
জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে রাস্তার ধারে টাইম কল থেকে জল খাচ্ছে একটি দলছুট হাতি। সম্প্রতি সেই দৃশ্য দেখা গিয়েছিল ঝাড়গ্রামে। এ বার আলিপুরদুয়ারেও দেখা মিলল সেই রকমই একটি দৃশ্যের। লোকালয়ে বেরিয়ে এসে নলকূপ থেকে জল খেতে দেখা যায় একটি হাতিকে।
সামনে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, শুঁড় দিয়ে টিউব ওয়েলর হাতল টিপছে হাতিটি। কলের মুখ থেকে জল পড়তেই সেই জল শুঁড়ের মাধ্যমে মুখে পুরে দিচ্ছে সে। ওই গজরাজের অবাক জলপানের দৃশ্য দেখা গিয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাট নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের কল থেকেই জল খেতে দেখা গিয়েছে হাতিটিকে। তবে প্রকাশ্যে আসা ভিডিয়োটি ঠিক কবের, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। দলগাও রেঞ্জের রেঞ্জার দরজে শেরপা অবশ্য বলেন, ‘‘এমন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই।’’