ছবি: পিটিআই।
ঘোষণা মতোই সল্টলেকের বিজে ব্লকে একটি দুর্গাপুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে উদ্বোধনে আনা নিয়ে পুজো কমিটির মধ্যে বিতর্ক ছিল। তবে মঙ্গলবার সেই বিরোধ বড় আকার নেয়নি। যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁরা মেনে নেন যে, শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই এসেছেন, বিজেপি সভাপতি হিসেবে নয়। যদিও উদ্বোধনের সময় তাঁদের অনেককেই মঞ্চে বা তার আশপাশে দেখা যায়নি। শাহ সেখানে বলেন, ‘‘এ রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে আপনারা নির্ভয়ে দুর্গাপুজা, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, রামনবমী পালন করতে পারবেন।’’
নতুন রাজ্যপাল হয়ে বাংলায় এসে পুজো উদ্বোধনে হাত লাগিয়েছেন জগদীপ ধনখড়ও। গাঁধী জয়ন্তীর দিন আজ, বুধবার বাদ দিয়ে তিন দিন তাঁর পুজো উদ্বোধনের বেশ কিছু কর্মসূচি আছে। তার মধ্যে কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণীতে রাজ্যপালের যাওয়ার কথা শুক্রবার। বাগবাজার সর্বজনীনের পুজো এ দিন উদ্বোধন করেছেন রাজ্যপাল। রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে থাকলেও ওই পুজোর সঙ্গে জড়িত তৃণমূল সাংসদ, মন্ত্রী বা কাউন্সিলরদের বিশেষ কাউকেই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি।