কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নড্ডা। ফাইল চিত্র।
গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হেরে যাওয়া ২৪টি আসনে জিততে মরিয়া বিজেপি। দলকে জয়ের রাস্তা দেখাতে ওই আসনগুলির দায়িত্ব ভাগাভাগি করে নিতে চলেছেন দুই শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নড্ডা। তবে কে ক’টি আসনের দায়িত্ব নেবেন তা অবশ্য এখনও ঠিক হয়নি।
রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে গত মাসের পরে ফের আগামী ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার কথা নড্ডার। আজ দিল্লিতে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘দক্ষিণবঙ্গের দু’টি লোকসভা কেন্দ্রে জনসভা করা ছাড়াও দলীয় বৈঠকে যোগ দেবেন নড্ডা।’’ তবে কোন দুই কেন্দ্রে ওই সভা হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সুকান্ত। দলের নিচুতলার পরিস্থিতি, বিশেষ করে বুথ পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখবেন বিজেপি সভাপতি। সূত্রের মতে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে চাইছেন নড্ডা-শাহেরা। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত দলীয় সংগঠন গড়ে তোলার উপরে জোর দেওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে রাজ্যে ২৫টি লোকসভা আসন জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বিজেপি নেতৃত্ব। এখন পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে গত লোকসভায় জেতা প্রার্থীরা সকলেই টিকিট পাবেন। তবে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গে দ্বিতীয় হওয়া আসনগুলিতেও ভাল ফল করাকে পাখির চোখ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই গত লোকসভায় যে ২৪টি আসনে দল হেরে গিয়েছিল সেই আসনগুলির মধ্যে একাধিক আসনে যাতে বিজেপি প্রার্থীরা জয়ী হতে পারেন, সেই লক্ষ্যে ওই কেন্দ্রগুলির দায়িত্ব আলাদা ভাবে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহ ও নড্ডা। দলের ওই শীর্ষ নেতাদের সামনে রেখে হারা কেন্দ্রগুলি জিততে চাইছে পদ্মশিবির।
সূত্রের মতে, নড্ডার সফরের পরে রাজ্যের লোকসভা কেন্দ্রগুলির পরিস্থিতি হাতেকলমে বুঝতে এ মাসের শেষে রাজ্য সফরে যেতে পারেন শাহও।