CPM

নাগরিকত্ব নিয়ে বিতর্কে ঐক্যের ডাক সিপিএমের

সাম্প্রতিক সময়ে মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৯
Share:

নাগরিকত্ব নিয়ে কনভেনশন। মৌলালি যুবকেন্দ্রে। — নিজস্ব চিত্র।

নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে ফের সরব হলেন সিপিএম নেতৃত্ব। এই আবহে বিভাজনের রাজনীতি রুখতে জনতাকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে জোর দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সে সঙ্গে, সাম্প্রতিক সময়ে মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

Advertisement

মৌলালি যুবকেন্দ্রে শুক্রবার নাগরিকত্ব বিষয়ে কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (ইউসিআরসি), পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ-সহ কয়েকটি উদ্বাস্তু ও সামাজিক গণসংগঠন গণ-অধিবেশনের আয়োজন করে। সেখানে যোগ দিয়ে সেলিমের বক্তব্য, “স্বরাজ আমার জন্মগত অধিকার যেমন বলা হয়েছিল, তেমনই সমস্বরে বলতে হবে নাগরিকত্ব জন্মগত অধিকার।” জনতার এই কণ্ঠস্বরকেই বিভাজন করা হচ্ছে, এমন অভিযোগ করেন সেলিম। সেই বিভাজন রুখতে ভারতবর্ষের সংবিধানে স্বীকৃত অধিকারের কথাও বলেছেন তিনি। নাগরিকত্বের বিষয়টি নিয়ে সাম্প্রতিক বিতর্কে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়েও তোপ দেগেছেন সেলিম। সিপিএম নেতা সুজনও বলেন, “আমরা কারা, এই প্রশ্নটা আজকে তুলে দেওয়া হচ্ছে।” বাংলার নাগরিকদের ‘বেনাগরিক করার চক্রান্ত’ বন্ধ, নাগরিকত্বের জন্য দরখাস্ত এবং নথিপত্র দেখানোর নাম করে ‘মানুষ ঠকানো’ বন্ধ-সহ ৬টি দাবি জানানো হয় অধিবেশনে। যোগ দিয়েছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, প্রাক্তন সাংসদ অলকেশ দাস এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement