ফের একসঙ্গে পথে নামছে সব বাম দল

আলিমুদ্দিনে বৃহস্পতিবার বাম দলগুলির বৈঠকে ঠিক হয়েছে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে মানববন্ধন, ৩১ অগস্ট খাদ্য দিবসের শহিদ স্মরণ এবং ১ সেপ্টেম্বর যুদ্ধ-বিরোধী মিছিল হবে কলকাতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০০:৩৩
Share:

প্রতীকী ছবি।

লোকসভা ভোটের পরে ফের ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে পথে নামছে সব বাম দল। পিডিএস, সিপিআই (এম-এল) লিবারেশনের মতো ছোট বাম দল কয়েকটি লোকসভা আসনে আলাদা প্রার্থী দিয়েছিল। এমনকি, চারটি প্রধান বাম দলের ঐক্য ভেঙেও আরএসপি বহরমপুরে একক ভাবে প্রার্থী দিয়েছিল। সেই পর্ব পিছনে ফেলে আপাতত কয়েকটি বিশেষ দিনে একসঙ্গে পথে নামছে ১৭-১৮টি বাম দল।

Advertisement

আলিমুদ্দিনে বৃহস্পতিবার বাম দলগুলির বৈঠকে ঠিক হয়েছে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে মানববন্ধন, ৩১ অগস্ট খাদ্য দিবসের শহিদ স্মরণ এবং ১ সেপ্টেম্বর যুদ্ধ-বিরোধী মিছিল হবে কলকাতায়। এসইউসি এবং লিবারেশন নেতৃত্বকেও এ দিনের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিমান বসু। শরীর খারাপ থাকায় লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বৈঠকে যেতে পারেননি।

এসইউসি জানিয়েছে, ১৫ অগস্ট তারা তাদের মতো পালন করে। ওই দিন বামেদের যৌথ কর্মসূচিতে তারা থাকতে পারবে না। পিডিএসের রাজ্য সম্পাদক অনুরাধা পূততুণ্ড বৈঠকে প্রস্তাব দেন, সাম্প্রদায়িকতা ও হিংসার বিরুদ্ধে সব বাম দল মিলে কনভেনশন ডাকা হোক দ্রুত। বামফ্রন্টের শরিক নেতৃত্বও ওই প্রস্তাবে সায় দিয়েছেন।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement