কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অখিলেশ যাদবেরা। নিজস্ব চিত্র।
অতীতে কলকাতায় বসে আলোচনা করে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন মুলায়ম সিংহ যাদব। তাঁর মৃত্যুর পরে প্রথম বার এই শহরে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক করতে এসে তাঁদের ‘বঙ্গ-সংস্কারে’র স্মৃতিচারণ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁর কথায়, ‘‘নেতাজি (মুলায়ম) এখানে এসে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এখানে বৈঠক করে ফিরে গিয়ে সমাজবাদী পার্টি যখনই কাজ শুরু করেছে, ফল ভাল হয়েছে। বাংলা আমাদের জন্য একটা ভাল জায়গা। এ বার কলকাতায় বৈঠক করার জন্য দাদা (দলের সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ) উদ্যোগী হয়েছিলেন। নেতাজি চলে যাওয়ার পরে প্রথম বার কলকাতায় বৈঠক করলাম।’’ কিরণময় দীর্ঘ দিন বাংলায় মন্ত্রী ছিলেন, রাজ্য সম্পর্কে তিনি ভাল জানেন। লোকসভা ভোটের সময়ে এ রাজ্যে সমাজবাদী পার্টির ভূমিকা কী হবে, সেই ব্যাপারে তাঁর পরামর্শ নেওয়া হবে বলেও জানিয়েছেন মুলায়ম-পুত্র। ই এম বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে দু’দিনের বৈঠকে মূল্যবৃদ্ধি, বেকারির মতো গোটা দেশের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ব্যবস্থাপনায় ছিলেন কিরমণয়, সুদীপ সেন প্রমুখ। বৈঠক শেষে রবিবার উত্তরপ্রদেশের বিরোধী নেতা অখিলেশ মায়াপুরে গিয়েছিলেন ইসকন মন্দিরে। কলকাতায় পৌঁছে দু’দিন আগে কালীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।