RG Kar Protest

প্রতিবাদের আবহে আসতে পারেন বৃন্দা

চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতায় আসতে পারেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। আর জি কর-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৪:৫০
Share:

বৃন্দা কারাট। —ফাইল চিত্র।

চিকিৎসকদের চলমান আন্দোলন ও নাগরিক প্রতিবাদের আবহে আপাতত বড় সমাবেশের পথে যাচ্ছে না সিপিএমের মহিলা সংগঠন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, পুজোর পরেই আর জি কর-কাণ্ড এবং রাজ্যের অন্যত্র মহিলাদের উপরে নির্যাতনের ঘটনাকে সামনে রেখে সমাবেশ করবে গণতান্ত্রিক মহিলা সমিতি। কিন্তু সংগঠন সূত্রের বক্তব্য, জুনিয়র চিকিৎসকদের অনশন-অবস্থানে সংহতি জানাতে শামিল হচ্ছেন মহিলা সমিতির বহু কর্মী-সমর্থক। জেলায় জেলায় এরিয়া কমিটি স্তরে সিপিএমের সম্মেলন-পর্বও শুরু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখনই বড় সমাবেশ করা হচ্ছে না।

Advertisement

তবে চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতায় আসতে পারেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। আর জি কর-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন। সূত্রের খবর, চিকিৎসকদের আন্দোলন এবং নাগরিক সমাজের প্রতিবাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও দলীয় স্তরে খোঁজখবর নিয়েছেন বৃন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement