Koustav Bagchi

কৌস্তভের পাশে এআইসিসি, পাল্টা তৃণমূলেরও

এআইসিসি কটাক্ষ করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে। পাল্টা তৃণমূল আবার আক্রমণ করেছে কংগ্রেসকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ০৭:৪৮
Share:

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচী। ফাইল চিত্র।

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচীর পাশে দাঁড়িয়ে এ বার মুখ খুলল এআইসিসি। সেই সঙ্গেই তারা কটাক্ষ করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে। পাল্টা তৃণমূল আবার আক্রমণ করেছে কংগ্রেসকে।

Advertisement

এআইসিসি-র মুখপাত্র পবন খেরা বৃহস্পতিবার টুইটে মন্তব্য করেছেন, ‘‘বাংলায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচীকে জড়িয়ে তৃণমূল যে ভাবে মিথ্যা অভিযোগ এবং প্রচার করছে, তা নিন্দনীয়। নিজের রাজ্যে ফ্যাসিবাদের অনুশীলন করে অন্যত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা সাজে না!’’ তাঁর আরও বক্তব্য, ‘‘তৃণমূল সরকারের নৃশংসতার কাছে আমাদের দলের কর্মীরা নত হবেন না।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য পাল্টা বলেছেন, ‘‘যারা দেশে বিজেপির হাত শক্ত করছে, সিপিএমের ‘বি টিম’ থেকে বিজেপির ‘বি টিমে’ পরিণত হয়েছে, যারা সিপিএম-বিজেপির ভোট ছাড়া জিততে পারে না, তাদের নেতাদের মুখে এত বড় বড় কথা মানায় না! তৃণমূলই একমাত্র বিজেপির সঙ্গে লড়ছে। আর কংগ্রেস বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement